কুষ্টিয়ার খোকসায় চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বিল্লাল, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর মোহাম্মদ আলী মিয়া, সহকারী শিক্ষা অফিসার শিপ্রা রানী বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলাম রমেল, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক ইরান আলী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল ফারুক ও সঞ্জয় কুমার বিশ্বাস। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকগন, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য, বিদ্যোৎসাহী সদস্য, ইউপি সদস্য, অভিভাবকগন উপস্থিত ছিলেন। বক্তাগণ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন।
প্রিন্ট