মুজিববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার ৮জন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাচ্ছেন পাকা বাড়ি। আগামী মার্চে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে নব নির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসন কতৃক বাছাইকৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান জানান,মুজিববর্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সঙ্কট নিরসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের ২০২১-২২ অর্থবছরে আবাসন প্রকল্পের আওতায় এ বীরনিবাস নির্মাণ কাজ চলছে।
আদুনিক মানের একতলা ভবনে দু’টি বেড রুম,একটি ডাইনিং,লিডিং রুম,দু’টি টয়লেট,একটি কিচেনসহ আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ
ভবনে ৮জন বীর মুক্তিযোদ্ধা আশ্রয় নেবেন। প্রতিটি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩,৬১৮ টাকা। তিনি জানান,আগামী মার্চ মাসে ভবনগুলো
হস্তান্তর করা হতে পারে।
প্রিন্ট