ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় জেল পলাতক আসামি রুবেল গ্রেফতার Logo ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার গ্রেপ্তার Logo এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র Logo মাগুরা শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গ্রেফতার Logo রাশিয়ার কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন Logo কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির বিপক্ষে যাওয়ায় ১৫ নেতাকে শোকজ Logo ভিডিও ফুটেজে নারীর ওপর হামলা, পুলিশের প্রতিবেদনে উলটে গেল ঘটনা Logo নতুন নেতৃত্বের আ’লীগ চায় বিএনপি Logo বোয়ালমারীতে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচিতি সভা Logo লালপুরে যুবলীগের সাধারণ সম্পাদক সরল আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফকির মনোরঞ্জন গোঁসাই-এঁর ৮ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ 

মাগুরায় ফকির মনোরঞ্জন গোঁসাই-এঁর ৮ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ দিবসের আয়োজন করা হয়। রবিবার ২ জানুয়ারী ২০২২ সন্ধ্যা থেকে ৩ জানুয়ারী ২০২২ বৈকাল পর্যন্ত মনোরঞ্জন ধাম কোকিল কুঞ্জু, ছানার বটতলা, মাগুরা ২ দিবসের শুভ সাধুসঙ্গর অায়োজন করা হয়।
অধ্যক্ষ শাহী আলমের সভাপতিত্বে শুভ সাধুসঙ্গ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নাজমুল হাসান, লালন গবেষক সুমন শিকদার।স্বাগত বক্তা অধ্যক্ষ তপন কুমার বসু।
এছাড়াও শুভ সাধুসঙ্গর আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) ইসলামিক বিশ্ববিদ্যালয় লিটন বরন শিকদার, শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) সবিতা বসু।
অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধুমপান, মাংস ও মাদক বর্জিত সাধু সঙ্গ দিবসে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, বরগুনা, মাগুরা জেলা সহ আগত পুরুষ ও মহিলা সাধু ভক্ত বৃন্দগণ উপস্থিত ছিলেন। শুভ সাধুসঙ্গ দিবসে প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের হাতে ফকির মনোরঞ্জন সাঁইজির প্রকাশিত ২ টা বই ( বাউল মতের শিকড় সন্ধানে ও সত্যয়) উপহার দেন অধ্যক্ষ তপন কুমার বসু এবং অতিথিবৃন্দগণ।
জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, ফকির মনোরঞ্জন সাঁইজি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত চিকিৎসক কবিরাজ, তিনি অত্যন্ত সৎ ও গুণী মানুষ ছিলেন। সর্বশেষে ডঃ আশরাফুল আলম বলেন, সত্যর সন্ধান করতে হলে এবং সৃষ্টিকর্তাকে পেতে হলে অবশ্যই প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানে অধ্যক্ষ তপন কুমার বসু বলেন, আমার বাবা স্বর্গীয় ফকির মনোরঞ্জন সাঁইজি ছিলেন ফকির লালনশাহ সাঁইজির অনুসারী। তার জন্ম হয়ে ছিলো ১৪ এপ্রিল ১৯২৮ সালে এবং স্বর্গীয় হন ২ জানুয়ারী ২০১৪ সালে।
বাবার জন্য ২০১৫ সাল থেকে ফকির মনোরঞ্জন ধাম কোকিল কুঞ্জ নিবাসে প্রতি বছর সাধু সঙ্গ দিবস দেশের বিভিন্ন স্থান থেকে আশা বাবার বাউল ভক্ত বৃন্দগণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সাধু সঙ্গ দিবসে অতিথি বক্তারা ফকির মনোরঞ্জন সাঁইজির জীবনের বিভিন্ন ভালো কর্মের বিষয় চিত্র আলোচনা করেন। সোমবার ৩ জানুয়ারী দুপুরের পর দেশের বিভিন্ন জেলা থেকে আশা সাধুদের আপ্যায়ণের মাধ্যমে সাধুসঙ্গ দিবস উদযাপন সমাপ্তি করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জেল পলাতক আসামি রুবেল গ্রেফতার

error: Content is protected !!

ফকির মনোরঞ্জন গোঁসাই-এঁর ৮ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ 

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :
মাগুরায় ফকির মনোরঞ্জন গোঁসাই-এঁর ৮ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ দিবসের আয়োজন করা হয়। রবিবার ২ জানুয়ারী ২০২২ সন্ধ্যা থেকে ৩ জানুয়ারী ২০২২ বৈকাল পর্যন্ত মনোরঞ্জন ধাম কোকিল কুঞ্জু, ছানার বটতলা, মাগুরা ২ দিবসের শুভ সাধুসঙ্গর অায়োজন করা হয়।
অধ্যক্ষ শাহী আলমের সভাপতিত্বে শুভ সাধুসঙ্গ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নাজমুল হাসান, লালন গবেষক সুমন শিকদার।স্বাগত বক্তা অধ্যক্ষ তপন কুমার বসু।
এছাড়াও শুভ সাধুসঙ্গর আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) ইসলামিক বিশ্ববিদ্যালয় লিটন বরন শিকদার, শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) সবিতা বসু।
অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধুমপান, মাংস ও মাদক বর্জিত সাধু সঙ্গ দিবসে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, বরগুনা, মাগুরা জেলা সহ আগত পুরুষ ও মহিলা সাধু ভক্ত বৃন্দগণ উপস্থিত ছিলেন। শুভ সাধুসঙ্গ দিবসে প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের হাতে ফকির মনোরঞ্জন সাঁইজির প্রকাশিত ২ টা বই ( বাউল মতের শিকড় সন্ধানে ও সত্যয়) উপহার দেন অধ্যক্ষ তপন কুমার বসু এবং অতিথিবৃন্দগণ।
জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, ফকির মনোরঞ্জন সাঁইজি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত চিকিৎসক কবিরাজ, তিনি অত্যন্ত সৎ ও গুণী মানুষ ছিলেন। সর্বশেষে ডঃ আশরাফুল আলম বলেন, সত্যর সন্ধান করতে হলে এবং সৃষ্টিকর্তাকে পেতে হলে অবশ্যই প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানে অধ্যক্ষ তপন কুমার বসু বলেন, আমার বাবা স্বর্গীয় ফকির মনোরঞ্জন সাঁইজি ছিলেন ফকির লালনশাহ সাঁইজির অনুসারী। তার জন্ম হয়ে ছিলো ১৪ এপ্রিল ১৯২৮ সালে এবং স্বর্গীয় হন ২ জানুয়ারী ২০১৪ সালে।
বাবার জন্য ২০১৫ সাল থেকে ফকির মনোরঞ্জন ধাম কোকিল কুঞ্জ নিবাসে প্রতি বছর সাধু সঙ্গ দিবস দেশের বিভিন্ন স্থান থেকে আশা বাবার বাউল ভক্ত বৃন্দগণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সাধু সঙ্গ দিবসে অতিথি বক্তারা ফকির মনোরঞ্জন সাঁইজির জীবনের বিভিন্ন ভালো কর্মের বিষয় চিত্র আলোচনা করেন। সোমবার ৩ জানুয়ারী দুপুরের পর দেশের বিভিন্ন জেলা থেকে আশা সাধুদের আপ্যায়ণের মাধ্যমে সাধুসঙ্গ দিবস উদযাপন সমাপ্তি করা হয়।

প্রিন্ট