ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ র্যালি ও সেমিনার সভার আয়োজন করা হয়। রবিবার ১২ ডিসেম্বর সকাল ১০.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
ডিজিটাল বাংলাদেশ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, সভাপতি জেলা আওয়ামী লীগ আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আফাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সদর থানা অফিসার ইনচার্জ, ডিবি ওসি মোঃ জয়নাল আবেদীন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অফিসারবৃন্দ গণ। ডিজিটাল বাংলাদেশ দিবস র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের ভায়না মোড় ঘুরে এসে প্রদক্ষিণ করে।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবিতে পুষ্পঅর্পণ ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং জাতীয় সঙ্গীত গানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবসের নানা ধরনের উন্নয়ন মূলক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মাগুরা জেলা একন শতভাগ ডিজিটাল ইন্টারনেট দ্বারা আবদ্ধ।
প্রিন্ট