কৃষকের বাড়ি থেকে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার ভোররাতে পাবনার চাটমোহরের রামনগর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো পাবনার আমিনপুর থানার চর শ্রীপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী আল্লাদী খাতুন (৪০) ও তার মেয়ে শাপলা খাতুন (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতের দিকে রামনগর গ্রামের নজরুল ইসলামের গোয়াল ঘড়ের বাঁশের বেড়া খুলে আল্লাদী খাতুন ও তার মেয়ে শাপলা খাতুন গোয়াল ঘরে বেঁধে রাখা ৩টি গরু চুরি করার চেষ্টা করে। এ সময় নজরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আল্লাদী খাতুন ও শাপলা খাতুন বাঁচার জন্য নজরুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে শাপলাকে গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। এর কিছু সময় পর গ্রামবাসী শাপলার মা আল্লাদী খাতুনকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি চাটমোহরে গরু চুরির ঘটনা বাড়ছে। গত দুই সপ্তাহে চাটমোহর থেকে অন্তত ৬টি গরু চুরি হয়েছে। চাটমোহরের কৃষক ও খামারীরা প্রতি রাতে গরু চুরির আতংকে ভুগছেন।
প্রিন্ট