শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধকরি কমলা রঙ্গের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মহম্মদপুর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম মহম্মদপুর হলরুমে ৫ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহম্মদপুর রামানন্দ পাল।
বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর অফিসার ইনচার্জ নাসির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, রোভা ফাউন্ডেশন মহম্মদপুর মাহবুবর রহমান, এ্যাডভোকেট জিবলুর রহমান সহ গণ্যমান ব্যক্তিগণ।
জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রাজপাট গ্রামের ববিতা রানী বিশ্বাস, সফল জননী নারী বিনোদপুর গ্রামের রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মহম্মদপুর গ্রামের নাজমুন নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বাজার রাধানগর জোয়ারদার রুজিনা রোকশানা, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী বড়রিয়া গ্রামের ফরিদা পারভীন।
প্রিন্ট