ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে একজন ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।
গতকাল মঙ্গলবার পৌর বাজার এলাকায় সকাল সাড়ে দশটায় দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা সালাউদ্দীনকে (৪৫) ভ্রাম্যমাণ আদালত ভোক্তাসংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি মারিয়া হক। এ সময় তিনি অসুস্থ গরুর মাংস জব্দ করে জনসমুক্ষে মাটিতে পুঁতে রাখেন।
তিনি সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন প্রকার অসুস্থ ও মানহীন গরুর মাংস বিক্রি করা যাবেনা। এবং প্রতিদিন বাজার মনিটরিং করা হবে।
প্রিন্ট