ফরিদপুরের চরভদ্রাসনে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৩অক্টোবর শনিবার বিকেল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত এ আদালাত পরিচালনা করেন নির্বাহী হাকিম আসাদুর রহমান। অভিযান শেষে উপজেলার গোপালপুর আন্ত:জেলা ফেরীঘাটে আদলত বসিয়ে তাদের জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও চরভদ্রাসন থানার এ এস আই রেজাউল করিম ও সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমান আদলত সূত্রে জানা যায় ইলিশ প্রজনন মৌসুমে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মা ইলিশ শিকার করছিলো অসাধু জেলেরা।
এরা হলেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের আঃ ওয়াহেদ মোল্যা(৫৪),নূর আলম(১৮),রাজু খালাসী(২৬),সোহেল ফকির(১৯) নারিকেল বাড়িয়া ইউনিয়নের কারাল কান্দি গ্রামের শাহবুদ্দীন শেখ(২৪),আনোয়ার শেখ(৩০),চর নাসিরপুর ইউনিয়নের শেখ শাহজালাল(৩২),বাবুল কারাল(৩০) এবং পাবনা জেলার কৃষ্ণ হাওলাদার। এদের প্রত্যেককে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৫(১) ধারায় ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তাদের কাছ হতে ২৫ কেজি ইলিশ মাছ ও ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মাছ স্থানীয় এতিমখানায় বিতরন ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
প্রিন্ট