ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় পদ্মা নদীতে মা ইলিশ নিধনে ঢিলেঢালা অভিযান, বেপরোয়া জেলেরা

কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধন প্রতিরোধে, ঢিলেঢালা অভিযান চলছে। ফলে নদীতে বেপরোয়া অসাধু জেলেরা। পদ্মানদীতে নামকাওয়াস্তে চলছে অভিযান । হার্ডিঞ্জ ব্রেিজর নীচে পুলিশ ক্যাম্প রয়েছে। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ইলিশ নিধন।

১৫ অক্টোবর শুক্রবার সরেজমিন গিয়ে বেলা ১২টার দিকে পদ্মার হার্ডিঞ্জ ব্রীজের কাছে এবং বাহাদুরপুর-রায়টা পাথর ঘাটের মাঝামাঝি বিভিন্ন স্থানে অসাধু জেলেরা সরকারের কঠোর নির্দেশ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জেলেরা কারেন্ট জাল পেতে অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করছে। স্থানীয়রা জানিয়েছেন নামে মাত্র অভিযান চলছে।

পদ্মার তীরবতী এলাকার আমিরুল,আব্দুল আলীমসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, নদীতে নিভরশীল লাইসেন্স প্রাপ্ত কিছু জেলে এবং এলাকার সাধারণ মানুষ রাতের অন্ধকারে মা ইলিশসহ বিভিন্ন প্রকারের মাছ শিকার করছে নিয়মিত। যার ফলে ভাবিষ্যৎ জাতীয় ইলিশ মাছ উৎপাদনে ব্যহত হচ্ছে। প্রতিবার এ মৌসুমে জেলেদের সরকারী অনুদান দিলে ও এবার তা দেওয়া হয়নি।ফলে তাদের পেটের খুদায় মাছ মেরে বিক্রিয় করে জীবন জীবিকা নির্বাহ করছে তারা।

গত ১১দিনের মধ্যে মাত্র ৩দিন ৯ ,১২ ও ১৪ অক্টোবর ভেড়ামারা ভুমি কর্মকর্তা(এসিল্যান্ড)মোছাঃ রোকসানা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা (ডি এফ ও) নদীতে অভিযার চালিয়ে বেশকিচ্ছু কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেয়। সরকারী টাকা বরাদ্ধ থাকলে ও বাকীদিনগুলো নামকাওয়াস্তে অভিযান চলছে । এবার প্রচার প্রচারণা খুবই কম লক্ষ্য করা গেছে।

কারণে জানা গেছে। ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন গত ৭ এপ্রিল/২১ থেকে যোগদানের পর ভেড়ামারায় থাকা বার্ধতামুলক। তিনি এ নিয়মকে বৃদ্ধা আঙ্গল দেখিয়ে এ যাবৎ কাল পার্শ্ববতী উপজেলা ঈশ্বরদী নিজ বাড়ি থেকে ভেড়ামারায় অফিস করেন। যা প্রায়দিনই অফিসে হাজিরা অনিয়ম। আর এই জন্যই মা ইলিশ নিধন প্রতিরোধে আরো ঢিলেঢালা অভিযানের মুল কারণ বলে অফিসের ভিতরে এবং বাহিরে লোক জানিয়েছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ছুটিতে থাকায় ভেড়ামারা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড)মোছাঃ রোকসানা খাতুন জানান, ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ জারি করা হয়েছে। আমি নিজে ও ২দিন নদীতে অভিযানে গিয়ে কারেন্ট জাল ও মা ইলিশ উদ্ধার করেছি।

এ ব্যাপারে মোকারিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, আমার ইউনিয়নে সরকারি সুবিধাভোগী কোনো জেলে অন্যায় ভাবে আইনকে উপেক্ষা করে মা ইলিশ ধরলে তাদের নাম সব ধরনের সরকারি সাহায্যের তালিকা থেকে কেটে দেওয়া হবে।

ভেড়ামারা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তাদের অভিযান তৎপরতা জোরাল আছে।তিনি বলেন আমাদের একটি ট্রলার সবসময় নদীতে টহলে থাকে। আমরা খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থল ছুটে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। আমরা সাধ্যমতো অভিযান চালাচ্ছি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

ভেড়ামারায় পদ্মা নদীতে মা ইলিশ নিধনে ঢিলেঢালা অভিযান, বেপরোয়া জেলেরা

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :
কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধন প্রতিরোধে, ঢিলেঢালা অভিযান চলছে। ফলে নদীতে বেপরোয়া অসাধু জেলেরা। পদ্মানদীতে নামকাওয়াস্তে চলছে অভিযান । হার্ডিঞ্জ ব্রেিজর নীচে পুলিশ ক্যাম্প রয়েছে। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ইলিশ নিধন।

১৫ অক্টোবর শুক্রবার সরেজমিন গিয়ে বেলা ১২টার দিকে পদ্মার হার্ডিঞ্জ ব্রীজের কাছে এবং বাহাদুরপুর-রায়টা পাথর ঘাটের মাঝামাঝি বিভিন্ন স্থানে অসাধু জেলেরা সরকারের কঠোর নির্দেশ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জেলেরা কারেন্ট জাল পেতে অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করছে। স্থানীয়রা জানিয়েছেন নামে মাত্র অভিযান চলছে।

পদ্মার তীরবতী এলাকার আমিরুল,আব্দুল আলীমসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, নদীতে নিভরশীল লাইসেন্স প্রাপ্ত কিছু জেলে এবং এলাকার সাধারণ মানুষ রাতের অন্ধকারে মা ইলিশসহ বিভিন্ন প্রকারের মাছ শিকার করছে নিয়মিত। যার ফলে ভাবিষ্যৎ জাতীয় ইলিশ মাছ উৎপাদনে ব্যহত হচ্ছে। প্রতিবার এ মৌসুমে জেলেদের সরকারী অনুদান দিলে ও এবার তা দেওয়া হয়নি।ফলে তাদের পেটের খুদায় মাছ মেরে বিক্রিয় করে জীবন জীবিকা নির্বাহ করছে তারা।

গত ১১দিনের মধ্যে মাত্র ৩দিন ৯ ,১২ ও ১৪ অক্টোবর ভেড়ামারা ভুমি কর্মকর্তা(এসিল্যান্ড)মোছাঃ রোকসানা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা (ডি এফ ও) নদীতে অভিযার চালিয়ে বেশকিচ্ছু কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেয়। সরকারী টাকা বরাদ্ধ থাকলে ও বাকীদিনগুলো নামকাওয়াস্তে অভিযান চলছে । এবার প্রচার প্রচারণা খুবই কম লক্ষ্য করা গেছে।

কারণে জানা গেছে। ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন গত ৭ এপ্রিল/২১ থেকে যোগদানের পর ভেড়ামারায় থাকা বার্ধতামুলক। তিনি এ নিয়মকে বৃদ্ধা আঙ্গল দেখিয়ে এ যাবৎ কাল পার্শ্ববতী উপজেলা ঈশ্বরদী নিজ বাড়ি থেকে ভেড়ামারায় অফিস করেন। যা প্রায়দিনই অফিসে হাজিরা অনিয়ম। আর এই জন্যই মা ইলিশ নিধন প্রতিরোধে আরো ঢিলেঢালা অভিযানের মুল কারণ বলে অফিসের ভিতরে এবং বাহিরে লোক জানিয়েছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ছুটিতে থাকায় ভেড়ামারা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড)মোছাঃ রোকসানা খাতুন জানান, ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ জারি করা হয়েছে। আমি নিজে ও ২দিন নদীতে অভিযানে গিয়ে কারেন্ট জাল ও মা ইলিশ উদ্ধার করেছি।

এ ব্যাপারে মোকারিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, আমার ইউনিয়নে সরকারি সুবিধাভোগী কোনো জেলে অন্যায় ভাবে আইনকে উপেক্ষা করে মা ইলিশ ধরলে তাদের নাম সব ধরনের সরকারি সাহায্যের তালিকা থেকে কেটে দেওয়া হবে।

ভেড়ামারা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তাদের অভিযান তৎপরতা জোরাল আছে।তিনি বলেন আমাদের একটি ট্রলার সবসময় নদীতে টহলে থাকে। আমরা খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থল ছুটে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। আমরা সাধ্যমতো অভিযান চালাচ্ছি।


প্রিন্ট