রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।
জানা যায়, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে ১জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ১জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ১জন একাডেমীক সুপারভাইজার, ১জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১জন অফিস সহায়ক ও ১জন নৈশ প্রহরীর পদ রয়েছে। এর মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।
এ ব্যাপারে তথ্য জানতে সোমবার ৬ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতারের দেখা মেলেনি। একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রানী জানান, তিনি অত্র দপ্তরে ৬ বছর ধরে কর্মরত। এ সময়ের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কাউকে পান নি তিনি।
সূত্র জানায়, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নাসিম আখতারের কালুখালী উপজেলায় বদলী হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন তিনি। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।
এসএম নাসিম আখতার ২০১৭ সালের ৬ আগস্ট পাংশা উপজেলায় যোগদান করেন। বদলী হয়ে পাংশা উপজেলায় আসছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
প্রিন্ট