রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (আবু) শুক্রবার ৩ সেপ্টেম্বর বিকেলে প্রয়াত পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা’র কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকালে হাবাসপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে বিকেলে উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামে প্রয়াত ডাঃ পাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি।
এ সময় মরহুম ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার আত্মীয় মোঃ আলমগীর হোসেন ও মোস্তফা কামাল, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শেখ জহুরুল ইসলাম সবুজসহ হাবাসপুর ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাজুরিয়া পূর্বপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেহ মোঃ রাসেল মাহমুদ।
জানা যায়, হাবাসপুরের বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা আবু শুক্রবার হাবাসপুর ইউপিতে নির্বাচনী গণসংযোগ করেন। তিনি মোটরসাইকেলের একটি বহর নিয়ে হাবাসপুর ইউপিতে নির্বাচনী গণসংযোগ ও শোডাউন করেন। গণসংযোগ শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রয়াত ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার কবর জিয়ারত করেন তিনি।
প্রসঙ্গত ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা গত ৩ আগস্ট ঢাকায় আকস্মিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শুক্রবার ছিল তার মৃত্যুর ১মাস পূর্তি। তার স্মরণে সমাধিতে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন গোলাম মোস্তফা আবু।
প্রিন্ট