সদরপুরে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে আজ (শুক্রবার) বণ্যার পানি কিছুটা কমলেও বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়া প্রবাহিত হচ্ছিল।যার ফলে সদরপুরে রচরাঞ্চলের ৩ টিইউনিয়নের বন্যা কবলিত প্রায়২৫টি গ্রামের ২ শতাধিকবাড়ি-ঘরের ও জনগণ চরম ভোগান্তিতে আছে।
বন্যার পাশাপাশি পদ্মা আড়িয়ালখাঁর ব্যাপকএলাকাজুড়ে নদী ভাঙ্গণ শুরুহয়েছে।শতশত বিঘার বোনা আমনধান ও রোপা আমনধানপানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ভবিষ্যাৎ অন্ধকার দেখছে। দিনম জুর, দরিদ্র ও হত দরিদ্ররার্ কর্মহীন হয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পানিবন্দি জনগণ সামান্য সরকারি সাহায্য পেলেও প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন সরদার জানান, তার ইউনিয়নে বর্তমানে প্রায় ১৫ হাজার জনগণ নানা প্রতিকুলতায় দিন কটাচ্ছে। এক দিকে বন্যা অপরদিকে পদ্মান দীর ভাঙ্গনে বিধ্বস্থ জীবনকাটাচ্ছে
এমুহুর্তে জরুরী সাহার্য্যের প্রয়োজন। চর নাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আক্কাছ আলী জানান, তার ইউনিয়নের ১৫ হাজার জনগণেরমধ্যে প্রায় ১০ হাজার জনগণ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। পদ্মা-আড়িয়ালখাঁর ভাঙ্গনে প্রায় ৫ শতাধিক জনগণ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তারা আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় বন্যাকবলিত কিছু এলাকা।
প্রিন্ট