ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তার পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, আজ ৬ আগষ্ট বুধবার সকালে কোটপাড়া এলাকার বার শরীফ দরবারের পাশে একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এখন পর্যন্ত এই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনা সততার নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই রিপাের্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
প্রিন্ট