ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কোর্টপাড়ার বারো শরিফ দরবার এলাকা ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টপাড়ার বারো শরিফ দরবারের পাশের একটি বাড়ির সামনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না এবং এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজের পেছনের পরিত্যক্ত জায়গায় পানি থেকে আরও এক অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, গ্যারেজের পেছনে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় কিংবা মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রিন্ট