কুষ্টিয়ার মিরপুরে গাছের ডাল কাটতে গিয়ে আমান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে মিরপুর পৌর সভার খন্দকবাড়িয়া এলাকায় তার নিজ বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আমান আলী খন্দবাড়িয়ার কুঠিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় কাউন্সিলর সাইফুল গনি জানান, দুপুরে বাড়ির পাশের একটি গাছের ডাল কাটতে যায় আমান আলী। এসময় গাছের ডাল বৈদ্যুতিক তারের উপরে পড়ে সে বিদ্যুতায়িত হয়ে মারাত্বক ভাবে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রিন্ট