ফিরোজ আলমঃ
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর মোহনপুর অনুষ্ঠিত হলো “জাতীয় মৎস্য সপ্তাহ” -২০২৫।
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার ১৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
১৮ আগষ্ট থেকে ২৪ শে আগষ্ট ২০২৫ পর্যন্ত সারাদেশের নাই মোহনপুর উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ” -২০২৫ উদযাপিত হতে যাচ্ছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা ও সম্মাননা স্মারক
বিতরণসহ “জাতীয় মৎস্য সপ্তাহ” -২০২৫ উদযাপন হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভুমি) জোবায়দা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার ডাঃ সাগর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি ফেরদৌস ওয়াহিদ, অফিস সহকারী রাসেল রেজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সঠিকভাবে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ফলে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি আরও শক্তিশালী হবে। মৎস্য খাত গ্রামীণ অর্থনীতিকে সমর্থন করছে এবং নারী ও তরুণ উদ্যোক্তাদেরকে নতুন কর্মসংস্থানের সুযোগ প্রদান করছে।
প্রিন্ট