শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ গ্রাম পুলিশের সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া।
মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলার মডেল মসজিদের সভা কক্ষে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা গ্রাম পুলিশের সংগঠন এর সভাপতি অপূর্ব বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশের সংগঠন এর খোকসা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত সেন।
এছাড়া সভায় অন্যান্য গ্রাম পুলিশের মহল্লাদারগন বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বাংলাদেশ গ্রাম পুলিশের সংগঠন সংগঠনের পক্ষ থেকে সরকারি বেতন স্কেলে বেতন ভাতা সহ সকল সুবিধা প্রদানের দাবি জানানো হয়।
প্রিন্ট