ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে বাংলাদেশী শিশুর মৃত্যু Logo বিএনপি’র কর্মীসভায় মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ Logo বোয়ালমারীতে চোর সন্দেহে আড়ায় ঝুলিয়ে পিটুনি Logo মধুখালীতে ফুলসজ্জা গাড়ীতে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে রাজকীয় বিদায় Logo ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের দ্বি- বার্ষিক সম্মেলন Logo বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপি’র মানবিক সহায়তার খাবার বিতরণ Logo শালিখায় মাদকদ্রব্য গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক Logo কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন Logo প্রসূতির মৃত্যু! ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা Logo বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ছাতার কদরে দিনে উপার্জন ৫৫০ টাকা

মোঃ আব্দুল জব্বার ফারুক:

 

নওগাঁর আত্রাইয়ে আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টির কারণে বেড়েছে ছাতার কদর। উপজেলার বিভিন্ন বাজারে ছাতা বিক্রি হচ্ছে ভালোভাবে। পাশাপাশি ত্রুটিযুক্ত পুরাতন ছাতা মেরামতের কাজ করতেও ছাতার কারিগরের কাছে ভিড় জমাচ্ছে লোকজন। ফলে ছাতার কারিগরদের কর্মব্যস্ততা বহু গুণে বেড়ে গেছে।

 

উপজেলার বিভিন্ন এলাকায় বসেছে ভাসমান ছাতার কারিগররা। এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়ে হাটে, বাজারে, রাস্তার পাশে বসে ছাতা মেরামতের কাজ করে যাচ্ছেন তারা। এমন সময়, যখন অন্য পেশার লোকজন অলস সময় পার করছেন, তখন ছাতার কারিগরদের নিশ্বাস নেওয়ারও ফুরসত নেই।

 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমে ছাতার কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতো। তারা খাওয়া-নেওয়ার কথা ভুলে গিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কারিগররা রাস্তার পাশে ছাতা মেরামতের যন্ত্রপাতি নিয়ে বসে আছেন, আবার কেউ কেউ অন্যের ঘরের বারান্দায় বসেও কাজ করছেন। কাজের ওপর ভিত্তি করে মজুরি নিচ্ছেন তারা।

 

দিঘা গ্রামের কারিগর আমজাদ হোসেন বলেন, “বাবার কাছ থেকে শিখে আমি ১৬-১৭ বছর ধরে এই পেশায় নিয়োজিত। বছরের ছয় মাস এই পেশায় কাজ করি, আর বাকি সময় অন্য পেশায় থেকে জীবিকা নির্বাহ করি। বর্ষা মৌসুমে দৈনিক ১০-১২টি ছাতা মেরামত করি, এতে আয় হয় ৫০০-৫৩০ টাকা।”

 

আরেক কারিগর, কালিকাপুর গ্রামের আফজাল বলেন, “আমি ১৬ বছর ধরে এ পেশায় আছি। আগে এই সময় অনেক বেশি উপার্জন হতো, কিন্তু এখন মানুষ কম হেঁটে চলে, বেশি সময় যানবাহনে চলাফেরা করে। তাই ছাতার ব্যবহারও কমে গেছে। তবে বছরের ছয় মাস আমি এই পেশায় থাকি, অন্য সময় মাছের ব্যবসা করে জীবিকা চালাই।”

 

আফজালের কাছে আসা একজন, জয়নাল, বলেন, “আমার বাড়িতে একটি ছাতা ভাঙা অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামত করাতে এসেছি।”

 

একই কারিগরের কাছে আসা বজলু বলেন, “নতুন একটি ছাতা কিনতে ৩৫০-৪০০ টাকা লাগে। বর্তমানে পুরাতন ছাতাটি মেরামত করালেই কাজ চলবে, এতে কিছু টাকা সাশ্রয় হবে।”

 

১নং শাহাগোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আসরাফ আলী বলেন, “বছরের অন্য সময় ছাতার কারিগরদের তেমন কাজ থাকে না। তাই বর্ষার জন্য ছাতার কারিগরদের অপেক্ষা করতে হয়। এই সময়ে তাদের ব্যবসা ভালো চলে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে বাংলাদেশী শিশুর মৃত্যু

error: Content is protected !!

ছাতার কদরে দিনে উপার্জন ৫৫০ টাকা

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মোঃ আব্দুল জব্বার ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

মোঃ আব্দুল জব্বার ফারুক:

 

নওগাঁর আত্রাইয়ে আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টির কারণে বেড়েছে ছাতার কদর। উপজেলার বিভিন্ন বাজারে ছাতা বিক্রি হচ্ছে ভালোভাবে। পাশাপাশি ত্রুটিযুক্ত পুরাতন ছাতা মেরামতের কাজ করতেও ছাতার কারিগরের কাছে ভিড় জমাচ্ছে লোকজন। ফলে ছাতার কারিগরদের কর্মব্যস্ততা বহু গুণে বেড়ে গেছে।

 

উপজেলার বিভিন্ন এলাকায় বসেছে ভাসমান ছাতার কারিগররা। এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়ে হাটে, বাজারে, রাস্তার পাশে বসে ছাতা মেরামতের কাজ করে যাচ্ছেন তারা। এমন সময়, যখন অন্য পেশার লোকজন অলস সময় পার করছেন, তখন ছাতার কারিগরদের নিশ্বাস নেওয়ারও ফুরসত নেই।

 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমে ছাতার কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতো। তারা খাওয়া-নেওয়ার কথা ভুলে গিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কারিগররা রাস্তার পাশে ছাতা মেরামতের যন্ত্রপাতি নিয়ে বসে আছেন, আবার কেউ কেউ অন্যের ঘরের বারান্দায় বসেও কাজ করছেন। কাজের ওপর ভিত্তি করে মজুরি নিচ্ছেন তারা।

 

দিঘা গ্রামের কারিগর আমজাদ হোসেন বলেন, “বাবার কাছ থেকে শিখে আমি ১৬-১৭ বছর ধরে এই পেশায় নিয়োজিত। বছরের ছয় মাস এই পেশায় কাজ করি, আর বাকি সময় অন্য পেশায় থেকে জীবিকা নির্বাহ করি। বর্ষা মৌসুমে দৈনিক ১০-১২টি ছাতা মেরামত করি, এতে আয় হয় ৫০০-৫৩০ টাকা।”

 

আরেক কারিগর, কালিকাপুর গ্রামের আফজাল বলেন, “আমি ১৬ বছর ধরে এ পেশায় আছি। আগে এই সময় অনেক বেশি উপার্জন হতো, কিন্তু এখন মানুষ কম হেঁটে চলে, বেশি সময় যানবাহনে চলাফেরা করে। তাই ছাতার ব্যবহারও কমে গেছে। তবে বছরের ছয় মাস আমি এই পেশায় থাকি, অন্য সময় মাছের ব্যবসা করে জীবিকা চালাই।”

 

আফজালের কাছে আসা একজন, জয়নাল, বলেন, “আমার বাড়িতে একটি ছাতা ভাঙা অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামত করাতে এসেছি।”

 

একই কারিগরের কাছে আসা বজলু বলেন, “নতুন একটি ছাতা কিনতে ৩৫০-৪০০ টাকা লাগে। বর্তমানে পুরাতন ছাতাটি মেরামত করালেই কাজ চলবে, এতে কিছু টাকা সাশ্রয় হবে।”

 

১নং শাহাগোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আসরাফ আলী বলেন, “বছরের অন্য সময় ছাতার কারিগরদের তেমন কাজ থাকে না। তাই বর্ষার জন্য ছাতার কারিগরদের অপেক্ষা করতে হয়। এই সময়ে তাদের ব্যবসা ভালো চলে।”


প্রিন্ট