জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ফরিদপুরের বোয়ালমারীতে তাঁর স্মৃতির স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ কামালের বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস প্রমুখ।
এছাড়া বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে পৌরসভার পক্ষ থেকে শহীদ শেখ কামালের বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া এ উপলক্ষে উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদের রেজিস্ট্রি অফিস সংলগ্ন ব্যক্তিগত অফিসে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুল ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, এস এম শফিউল্লাহ শাফি প্রমুখ।
পরে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জোহর বাদ বোয়ালমারী সরকারি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট