খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মুুলিয়া ইউনিয়নে পানতিতা গ্রামের চলমান পাকা রাস্তার কাজ বন্ধ হওয়ায় দুর্ভোগ চরমে। এ বিষয়ের আশু সমাধানের জন্য মঙ্গলবার দুপুরে পানতিতা গ্রামের দুই শতাধিক লোকের স্বাক্ষরিত আবেদন জেলা প্রশাসকের জমা দেয়া হয়েছে ।
.
এ বিষয়ে পানতিতা গ্রামের দীপক বিশ্বাস বলেন, মুলিয়া খেওয়া ঘাট হতে পানতিতা গ্রামের মাঝ দিয়ে টেপারি স্কুল পর্যন্ত এলজিইডির পাকা রাস্তার কাজ ফকির এন্টার প্রাইজ করছে। এই রাস্তার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ করে রাখা হয়েছে। রাস্তার কাজ বন্ধ রাখার জন্য গ্রামের কৃষক দের যাতাযাতে এবং ছেলে মেয়েদের স্কুলে যাতাযাতে অনেক সমস্যা হচ্ছে। এতে করে সাধারন জনগন ও চলাচল করতে পারছে না।
.
মুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি পলাশ মল্লিক বলেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাধ নির্মাণ করতে এলজিইডি তে দরখাস্ত করে আমাদের রাস্তার কাজ বন্ধ করে রেখেছে। অথচ এই এলাকায় কোন বন্যা হয় না। প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা অপচয় করা হচ্ছে।
পানতিতা গ্রামের প্রদীপ বিশ্বাস বলেন পানি উন্নয়ন বোর্ডের মাটির কাজ করে এলাকার কোন উপকার হবে না বরং রাস্তাটা হলে এলাকার উন্নয়ন হবে মানুষের সুবিধা হবে। অত্র এলাকার এলাকার জনগনের সুবিধার জন্য পাকা রাস্তার কাজটি সুম্পূর্ন করার জন্য সকলের প্রতি দাবি জানানো হয়।
.
এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিৎ কুমার সাহা বলেন, নদীর ঘাটের কাজ করতে হলে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এনওসি নিতে হয়। সেটা নেয়া হয়নি বলে আমরা দরখাস্ত দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।
.
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন এলাকার উন্নয়নে রাস্তা করার প্রয়োজনে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করব।
প্রিন্ট