মোঃ আলম মৃধাঃ
নরসিংদী সদরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২৫), নামে একজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নানের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন পুলিশের একটি বিশেষ টিম।
.
গ্রেফতারকৃত আসামি সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
.
পুলিশের একটি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম দুপুর সাড়ে ১২টার দিকে সদরের রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। ওই সময় সগীর আহমেদকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেঅস্ত্র, গুলি, সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
.
এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
.
এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, অপরাধ দমনে আমরা সব সময় সচেষ্ট। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
প্রিন্ট