আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দুই কৃষকসহ বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মেঘু মন্ডলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০) ও একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের সাইদুর রহমান ওরফে বিশু হাজির ছেলে তাসবুল আলী (৪৮)।
.
নিহতদের মধ্যে খাইরুল ও জালাল উদ্দিন পৃথক স্থানে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মারা যান। এসময় তিনটি গরুও মারা যায়।
.
সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, মঙ্গলবার বিকালে চরমোহনপুর আনসার ঘাট এলাকায় ধান কাটছিলেন খাইরুল ইসলাম। এ সময় বজ্রপাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.
এছাড়াও সদর উপজেলা লক্ষ্মীপুর এলাকায় তাসবুল নামে এক রাখাল গরু চড়ার সময় মারা যায়। এদিকে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি বলেন, বিকালে শিবগঞ্জে দোরশিয়া মাঠে ধান কাটার সময় বজ্রপাতে কালু নামে এক কৃষক নিহত হয়।
প্রিন্ট