আব্দুস সালাম তালুকদারঃ
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সরকার চলতি মৌসুমে চীনে এক লাখ ২০ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে।
.
মঙ্গলবার (২০মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আম রপ্তানিকারক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই তথ্য জানান।
.
রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, সারাদেশে ২৫ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। পণ্যটিকে সম্পদে পরিণত করতে হলে রপ্তানির পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আম থেকে বিভিন্ন পণ্য তৈরি করে রপ্তানি করতে হবে।
.
আম একটি স্পর্শকাতর পণ্য, তাই কৃষকদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গ্লোবাল সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড মান বজায় রাখতে হবে বলেও জানান তিনি।
.
এ জন্য আম চাষী ও উদ্যোক্তাদের প্রযুক্তি ব্যবহার করে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে আমদানিকারক দেশগুলোর শর্ত মেনে আম উৎপাদন ও রপ্তানির পরামর্শ দেন তিনি।
.
তিনি জানান, রপ্তানি সহজ করতে ম্যাংগো র্বোড গঠন, আম নীতিমালা প্রণয়ন, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল বিতরণ, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু, কৃষি ইপিজেড গঠন, প্যাকিং হাউস, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনসহ আম থেকে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে উদ্যোক্তাদের সহযোগিতা করবে।
.
আনোয়ার হোসেন বলেন, পরিকল্পিতভাবে একযোগে আমরা কাজ করলে চীনে তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন আম চলতি বছরেই রপ্তানির সম্ভাবনা আছে।
এসময় আম রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, তারা জুনের মাঝামাঝিতে ৭০/৮০ প্রজাতির আম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করতে পারলে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক মহলসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হবে। আম রপ্তানিতে অগ্রণী ভূমিকা রাখবে রপ্তানি উন্নয়ন ব্যুরো।
.
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (পণ্য) মো. শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি মো. আখতারুল ইসলাম রিমন, আম উদ্যোক্তা মুনজের আলম মানিকসহ জেলার বিভিন্ন আম চাষী, উদ্যোক্তা ও আম ব্যবসায়ীরা।
.
এর আগে আনোয়ার হোসেন ও তার সফরসঙ্গী শিবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেন। এর আগে ২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি আমবাগান পরিদর্শন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
.
এসময় তিনি বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য বিপুল আম নেওয়ার আগ্রহ জানিয়ে বলেন, ইতিমধ্যে আম রপ্তানি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাদের দেশের সফল আলোচনাও হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে দুই দেশের মধ্যে সই হয়েছে এমওইউ।
.
তিনি জানান, চীনের আগ্রহ থাকায় আম সংরক্ষণ ও সংরক্ষণাগার নির্মাণে চীন সহযোগিতা করবে। যেকোনো খাদ্যপণ্য রপ্তানি করার ক্ষেত্রে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে অব কাস্টম অব চায়না (জিএসিসি) থেকে নিবন্ধন নিতে হয়। জিএসিসি গত বছরের জুলাইয়ে আম রপ্তানির নিবন্ধন দিয়েছে। …সব ঠিক থাকলে চীন মে মাসের মধ্যভাগ থেকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম নেবে।
প্রিন্ট