সোহাগ কাজীঃ
শিবচরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ আকাশ পাল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও টাস্কফোর্স সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের পাল বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল তাদের সহযোগিতা করে। তল্লাশি চালিয়ে অভিযুক্ত আকাশ পালের হেফাজত থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ পাল ওই এলাকার সমীর পালের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটকের পর আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও পুলিশের এই সমন্বিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 

















