আলিফ হোসেন:
রাজশাহীর তানোরে এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গায় আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামে এই বাড়ি নির্মাণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইলামদহী গ্রামবাসীর পক্ষে রাকিব উদ্দিন বাদি হয়ে গত ৬ জানুয়ারি বাড়ি নির্মাণকারী রাজু ও তার পুত্র সুমনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ দেয়া হলেও রহস্যজনক কারণে মুন্ডুমালা তহসিল অফিস কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি করেন অভিযোগকারী।
এমনকি নির্মাণ কাজ বন্ধ না হয়ে উল্টো বাড়ি তৈরিতে সহযোগিতা করা হচ্ছে বলেও নায়েব শাহাদাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গ্রামবাসী। এ নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে পাকা বাড়ি নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে অনুমোদন ও প্ল্যান পাশ করাতে হয়। কিন্তু এই বাড়ি নির্মাণে এসব কোনো অনুমতি নেয়া হয়নি। নায়েব শাহাদতের যোগসাজশে নীতিমালা লঙ্ঘন করে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ করা না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী শঙ্কিত হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের রাজু এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গার ওপর বাড়ি নির্মাণ শুরু করার সময় রাকিব অভিযোগ দেন। কিন্তু ভূমি কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর কোনো ব্যবস্থা গ্রহণ বা বাড়ি নির্মাণ বন্ধ না করে উল্টো নির্মাণকারী রাজুর সঙ্গে শাহাদতের আঁতাত করায় নির্মাণ কাজ চলমান রয়েছে বলে মনে করছে গ্রামবাসী। গত রোববার সরেজমিনে দেখা গেছে, সরকারি খাস জায়গায় বাড়ি নির্মাণ চলমান রয়েছে।
এ বিষয়ে রাজু জানান, এটি তার পৈত্রিক জায়গা। ছয় শতাংশ জমির মধ্যে চার শতাংশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। কোনো খাস জায়গা নেই। রাকিব রাজমিস্ত্রীর কাজ করে, তাকে বাড়ি নির্মাণের কাজ দেয়া হয়নি—এই কারণে অভিযোগ দিয়েছে। সরকারি সার্ভেয়ার এনে মাপজোক করে সরকারি জায়গা হলে বাড়ি নির্মাণ বন্ধ করে দিবেন বলেও জানান তিনি। তবে মাপজোক না করেই কেন বাড়ি নির্মাণ চলমান রয়েছে—এই প্রশ্নের উত্তরে রাজু বলেন, তহসিলদার শাহাদত স্যার বাড়ি করতে বলেছেন।
এ বিষয়ে অভিযোগকারী রাকিব জানান, এক নম্বর খাস জায়গায় বাড়ি নির্মাণ করা হচ্ছে। খাস জায়গা না হলে এবং মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তহসিলদার শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কাগজপত্র নিয়ে অফিসে ডাকা হয়েছে এবং বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নায়েবকে বলা হয়েছে। খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 

















