সোহাগ কাজী:
মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক অনাদি বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষক অনাদি বিশ্বাসের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শিক্ষাঙ্গনের জন্য অশনিসংকেত। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের গণিতের শিক্ষক অনাদি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 

















