আলিফ হোসেন:
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার রাতোয়াল মৌজার পূর্ব বিলে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় অভিযানে ২ টি এস্কেভেটর (ভেকু) ও ৫টি কাঁকড়া গাড়ি আটক করা হয়।
জানা গেছে, গত ১১ জানুয়ারি রোববার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার রাতোয়াল মৌজার পুর বিলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন ও পাঁচটি কাঁকড়া গাড়ি আটক করেন।
এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। গভীর রাতে প্রত্যন্ত বিলের মাঝখানে পরিবহনের সুযোগ না থাকায় দুটি এস্কেভেটরটি (ভেকু) ও পাঁচটি কাঁকড়া গাড়ি অকেজো করে দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 


















