আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন।
মতবিনিময় সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 



















