মোঃ নাঈম ইসলামঃ
সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগর ভবনে তুলে নিয়ে গিয়ে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় লিয়াকত আলী বাদল বাদী হয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, এনায়েত আলী রকি, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।
এদিকে, এ ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















