মোঃ নাঈম ইসলামঃ
রংপুর মেডিকেল মোড় এলাকায় অবস্থিত কমফোর্ট হসপিটালে আজ (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মেলে। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, হাসপাতালে কোনো বৈধ লাইসেন্স নেই, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। তাছাড়া, অপারেশন থিয়েটারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায় যা রোগীর জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
অভিযানে আরও জানা যায়, হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। জরুরি সরঞ্জাম, সঠিক জীবাণুমুক্তকরণ ব্যবস্থা এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতিতেও অনিয়ম ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন- রোগীদের জীবনের সঙ্গে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। বৈধ কাগজপত্র ছাড়া হাসপাতাল চালানো এবং অপারেশন থিয়েটার ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানকালে রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সাধারণ মানুষ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের অভিযানে স্বাস্থ্যসেবার মান বজায় থাকবে এবং ভুয়া ও অননুমোদিত হাসপাতালগুলো বন্ধ হবে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















