সোলায়মানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গঠন করা হয়েছে নাগরপুর সদর ইউনিয়ন শাখা জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি।
.
উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান-এর স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
.
নবগঠিত কমিটিতে মোঃ সুকুর আলী-কে আহ্বায়ক এবং মোঃ ইমন মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি পরবর্তী পাঁচ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবে এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী আগামী দিনের সাইবার কার্যক্রম পরিচালনা করবে।
.
এ সময় সংগঠনের নেতারা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় বার্তা ও আদর্শ অনলাইনে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ের সক্রিয় ও দক্ষ কমিটি থাকা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, নতুন কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
.
এছাড়াও, নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়—তারা সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবেন এবং ইউনিয়ন পর্যায়ে দলের অনলাইন ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে তুলবেন।
.
উল্লেখ্য, জিয়া সাইবার ফোর্স একটি প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন যা বিএনপির রাজনীতিকে অনলাইনে প্রতিনিধিত্ব করে। দলীয় বার্তা, কার্যক্রম, গণতান্ত্রিক আন্দোলন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জনসচেতনতা গড়ে তুলতে এ সংগঠন কাজ করে থাকে।
প্রিন্ট