মোঃ নূর-ই-আলম (কাজী নূর)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৫ মে) বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে এসে শেষ হয়।
.
জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা সংগঠক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
.
তারা বলেন, ভারতের প্রেসক্রিপশন নিয়ে কোনো দল এই দেশে আর রাজনীতি করতে পারবে না। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের বিচার নিশ্চিত করতে হবে। শুধু মাত্র নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি।
প্রিন্ট