ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুর সদর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের কমিটি অনুমোদন Logo এসএসসি পরীক্ষা কেন্দ্রেই চলছে কোচিং বাণিজ্যে ! Logo পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ Logo ব্যাস্ত সময় পার করছে কৃষকরাঃ আত্রাই এ ইরিবোরো ধান কাটা- মারাই শুরু: Logo তানোরে একইদিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় আগুন Logo হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ Logo তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল Logo মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ Logo বোয়ালমারীতে শ্রমিকের আত্মহত্যা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ

মানিক কুমার দাসঃ

 

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ। আজ সোমবার ‌সন্ধ্যা ‌ ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বেইলিব্রিজ কে ‌ জনগণের চলাচলের উপযুক্ত করা হয় এবং হকারমুক্ত করার উদ্দেশ্যে এ অভিযান করা হয়।
এ ব্যাপারে সর্বস্তরের জনগন ‌ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন ‌ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ চলাচল করা সম্ভব। অন্যথায় ‌‌ স্বাভাবিকভাবে ‌ এই ব্রিজে হাঁটাচলা করা ‌ অনেক কষ্ট হয়ে ওঠে।

.

উল্লেখ করা যেতে পারে, গুরুত্বপূর্ণ ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ প্রতিদিন হাজার হাজার লোক ‌ সকাল ‌ থেকে মধ্যরাত পর্যন্ত ‌ চলাফেরা করে। এদিকে ‌ ব্রিজে হকার ভ্রাম্যমান দোকান ‌বেওয়ারিশ ‌ কুকুর থাকার কারণে ‌‌ সাধারণ জনগণের চলাফেরায় মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। যে কারণে এটি চলাচলের অযোগ্য ‌ হয়ে পড়েছে ‌।

.

তাছাড়া হকারেরা প্রায় ‌ ব্রিজের অর্ধেকটাই জায়গা জুড়ে ‌ ব্যবসা করতে শুরু করেন । ফলশ্রুতিতে ‌ ব্রিজের পুরোটাতেই ‌যানজট লেগে থাকে। সেই সুবাদে অনেক ক্ষেত্রে ইভটিজিং এর ঘটনা ঘটে। অনেক সময় ঘটে পকেটমারের মত ঘটনা এ থেকে ‌ মুক্তি পাবার জন্য ‌ আজ সন্ধ্যার পর থেকেই পুলিশ প্রশাসন ও হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ মোঃ আসাদুজ্জামান এস আই রেজাউল ‌ এবং সহযোগী ‌ পুলিশ সদস্যবৃন্দ ‌ হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির ‌ সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ‌ লিয়াকত আলী খান লাভলু ‌ সহ-সভাপতি ‌ এমএম মুসা,, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু কোষাধক্ষ্য আব্দুল জব্বার খান সহ ‌ বাজার ব্যবস্থাপনার কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.

এ সময়ে তারা জানান এই গুরুত্বপূর্ণ ‌ ব্রিজ টিকে ‌ যানজট মুক্ত করার ‌ এবং সাধারণ জনগণ চলার জন্য ‌ তাদের তৎপরতা ‌ অব্যাহত থাকবে। এ ব্যাপারে সচেতন ‌ মহল ‌ করেন ‌ যদি অবিলম্বে ‌ এই বৃষ্টিকে ‌ মেরামত বা পুনঃনির্মাণ করে না হয় ‌ তাহলে ‌ আগামীতে ‌ বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। এবং প্রাণহানির মত ‌ ঘটনা ঘটতে পারে ‌।‌ আর তাই ‌ এটিকে মেরামত ‌ কিংবা পুনঃনির্মাণ করার দাবী জানাচ্ছেন ‌‌‌ ফরিদপুরের সর্বস্তরের জনগণ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুর সদর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের কমিটি অনুমোদন

error: Content is protected !!

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :

মানিক কুমার দাসঃ

 

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ। আজ সোমবার ‌সন্ধ্যা ‌ ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বেইলিব্রিজ কে ‌ জনগণের চলাচলের উপযুক্ত করা হয় এবং হকারমুক্ত করার উদ্দেশ্যে এ অভিযান করা হয়।
এ ব্যাপারে সর্বস্তরের জনগন ‌ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন ‌ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ চলাচল করা সম্ভব। অন্যথায় ‌‌ স্বাভাবিকভাবে ‌ এই ব্রিজে হাঁটাচলা করা ‌ অনেক কষ্ট হয়ে ওঠে।

.

উল্লেখ করা যেতে পারে, গুরুত্বপূর্ণ ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ প্রতিদিন হাজার হাজার লোক ‌ সকাল ‌ থেকে মধ্যরাত পর্যন্ত ‌ চলাফেরা করে। এদিকে ‌ ব্রিজে হকার ভ্রাম্যমান দোকান ‌বেওয়ারিশ ‌ কুকুর থাকার কারণে ‌‌ সাধারণ জনগণের চলাফেরায় মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। যে কারণে এটি চলাচলের অযোগ্য ‌ হয়ে পড়েছে ‌।

.

তাছাড়া হকারেরা প্রায় ‌ ব্রিজের অর্ধেকটাই জায়গা জুড়ে ‌ ব্যবসা করতে শুরু করেন । ফলশ্রুতিতে ‌ ব্রিজের পুরোটাতেই ‌যানজট লেগে থাকে। সেই সুবাদে অনেক ক্ষেত্রে ইভটিজিং এর ঘটনা ঘটে। অনেক সময় ঘটে পকেটমারের মত ঘটনা এ থেকে ‌ মুক্তি পাবার জন্য ‌ আজ সন্ধ্যার পর থেকেই পুলিশ প্রশাসন ও হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ মোঃ আসাদুজ্জামান এস আই রেজাউল ‌ এবং সহযোগী ‌ পুলিশ সদস্যবৃন্দ ‌ হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির ‌ সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ‌ লিয়াকত আলী খান লাভলু ‌ সহ-সভাপতি ‌ এমএম মুসা,, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু কোষাধক্ষ্য আব্দুল জব্বার খান সহ ‌ বাজার ব্যবস্থাপনার কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.

এ সময়ে তারা জানান এই গুরুত্বপূর্ণ ‌ ব্রিজ টিকে ‌ যানজট মুক্ত করার ‌ এবং সাধারণ জনগণ চলার জন্য ‌ তাদের তৎপরতা ‌ অব্যাহত থাকবে। এ ব্যাপারে সচেতন ‌ মহল ‌ করেন ‌ যদি অবিলম্বে ‌ এই বৃষ্টিকে ‌ মেরামত বা পুনঃনির্মাণ করে না হয় ‌ তাহলে ‌ আগামীতে ‌ বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। এবং প্রাণহানির মত ‌ ঘটনা ঘটতে পারে ‌।‌ আর তাই ‌ এটিকে মেরামত ‌ কিংবা পুনঃনির্মাণ করার দাবী জানাচ্ছেন ‌‌‌ ফরিদপুরের সর্বস্তরের জনগণ।


প্রিন্ট