আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও চরম অনিয়ম করা হয়েছে।
.
জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজার পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি’। প্রকল্পটির বাস্তবায়নে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মো. বেলাল হোসেন আকন্দ।
.
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, “সড়ক পাকা করার তিন দিনের মাথায় ফাটল দেখা দিয়েছে, কার্পেটিং উঠে যাচ্ছে।” আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সঠিক তদন্ত হলে অনিয়মের প্রমাণ মিলবে।
.
তবে ঠিকাদার বেলাল হোসেন বলেন, “সড়ক জমাট বাঁধার আগেই যান চলাচল শুরু হওয়ায় কিছু অংশে সমস্যা হয়েছে। সমস্যা চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।”
.
এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। কিছু জায়গায় বিটুমিন ও মাটির কারণে সমস্যা দেখা দিয়েছে। ঠিকাদারকে তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিন্ট