মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে তন্ময় খান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে। গত বছর লিটন হৃদরোগে আক্তান্ত হয়ে মারা যায়। তার স্ত্রী সালমা পারভিন স্থানীয় কুচিয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তন্ময় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের (মোটরচালিত সেচ পাম্প) পাশ দিয়ে যাচ্ছিল। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা পল্লি বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহানুল ইসলাম বলেন, স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোনো গাফলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিন্ট