আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে প্রেমের ফাঁদে পড়ে চিত্তরঞ্জন পাল নামের এক যুবক এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছে। গত ২৭ এপ্রিল রোববার বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় চিত্তরঞ্জন। পরের দিন সোমবার কলেজ পড়ুয়া প্রেমিকা অসুস্থতার কথা বলে তার ভাইকে নিয়ে শহরে যায়। তানোর পৌর এলাকার কালীগঞ্জ পূর্বরায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া) মহল্লায় এই ঘটনা ঘটেছে। এঘটনায় ২৭ এপ্রিল চিত্তরঞ্জের খোঁজে তার পিতা মনোরঞ্জন তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর ১৩৫৩, তারিখ ২৭/০৪/২০২৫ ইং। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে প্রেমিকার সন্ধান পেলেও এখানো প্রেমিকের কোনো সন্ধান পাননি।
.
এদিকে নিখোঁজ চিত্তরঞ্জনের পিতা মনোরঞ্জন পাল গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ এপ্রিল শনিবার এক সঙ্গে খাওয়া দাওয়া শেষে ছেলে ছাদে ঘুমাতে যায়। সেখান থেকেই পরদিন রোববার ভোরে ছেলে অজানার উদ্দেশ্যে চলে যায়। সে রাজশাহী সিটি কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেছে। যেদিন চলে যায় সেদিন থেকে আত্মীয় স্বজন তার বন্ধুদের মাধ্যমে খোঁজ করে কোন কিনারা পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। তার ছেলের একই এলাকার জৈনক ব্যক্তির কলেজ পড়ুয়া কন্যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কথা জানতে পেরে মেয়ের ভাই ছেলেকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
.
তিনি বলেন, তার ছেলে ২৭ এপ্রিল চলে যাওয়ার পরদিন ২৮ এপ্রিল সোমবার মেয়ে চিকিৎসার নাম করে ভাইকে নিয়ে শহরে যাওয়ার কথা বলে। আমি থানায় গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে থানা পুলিশ জানায় মেয়ে ঢাকার বাড্ডা এলাকায় আছে। কিন্তু ছেলের কোন সন্ধান মিলছে না। আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে সেটাও বলতে পারছিনা, নাকি মেরে গুম করে ফেলা হয়েছে সেটাও কিনারা করতে পারছিনা। আমার একটাই ছেলে। এসব নিয়ে চরম দু:শ্চিন্তায় আছি। আমি ও ছেলের মা খাওয়া দাওয়া, ঘুম সব হারাম হয়ে গেছে।
.
স্থানীয়রা জানান, চিত্তরঞ্জনের সঙ্গে ওই মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল এবং ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেটা নিয়ে মেয়ের ভাই ছেলেকে একাধারে হুমকি ধামকি দিতো। অন্যদিকে মহল্লার কেউ কেউ বলছে, চিত্তরঞ্জনের নিখোঁজ হওয়ার জন্য মেয়ের ভাই দায়ী, সে সবকিছুই বলতে পারবে। তাকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই আসল ঘটনা বেরিয়ে পড়বে বলে তারা মনে করেন। মেয়ে ও তার ভাই একই সঙ্গে আছে বলে মহল্লাবাসীর মাঝে জোর গুঞ্জন বইছে।
.
এদিকে মেয়ের পিতা জানিয়ে ছিলো, তার মেয়ে হাসপাতালে ভর্তি। তবে কোন হাসপাতালে ভর্তি জানতে চাইলে, সেটা জানাতে পারেনি। এতে ঘটনা নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।
.
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি মেয়ে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় আছে। তবে ছেলে চিত্তরঞ্জন পালের কোন খোঁজ মিলছে না। বিভিন্ন ভাবে ও প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে এঘটনার মুল রহস্য বের হয়ে আসবে।
প্রিন্ট