সাবের আহমেদ রিজভীঃ
আগামী কাল ১লা মে বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশ সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় প্রস্তুতি সভা (২৮ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
.
মতবিনিময় সভায় বক্তারা বলেন আগামী ১লা মে, বিকেল ৩টায় চট্টগ্রামের নুর আহম্মদ সড়কে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চটড়্গ্রাম বিএনপির অভিভাবক জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
.
প্রস্তুতি ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিঞা, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, ডা. মহসিন খান তরুণ, গাজী আইয়ুব, আবু বক্কর, মোঃ খোরশেদ আলম রুবেল, পরিবহন নেতা জাফর আহম্মদ প্রমুখ।
প্রিন্ট