ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাটমোহরে পৌছে নাই  ও.এম.এস এর আটা 

করোনা কালীন কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে চাটমোহরে ওপেন মার্কেটিং সিস্টেমে (ও.এম.এস) রবিবার (২৫ জুলাই)
থেকে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও চাটমোহরে পৌছেনি ও.এম.এস এর আটা। শনিবার সন্ধ্যায় পৌর সদরে চাল ও আটা বিক্রির মাইকিং করা হলেও রবিবার আটা না পেয়ে অনেকেই খালি হাতে বাসায় ফিরেছেন।
জানা গেছে মোট ৪ টি স্থানে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এ চারটি বিক্রয় কেন্দ্রে শুধু চাল বিক্রি হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং  প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা নির্ধারণ হয়েছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করবেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
 সুবিধা ভোগী আব্দুল ওয়াহাব  জানান, অপেক্ষাকৃত কম দামে চাল পেয়ে এ দুঃসময়ে তারা উপকৃত হচ্ছেন। তবে আটা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ডিলার মোকতার হোসেন  জানান, আমরা খোলা বাজারে চাল বিক্রিতে খুব একটা সারা পাচ্ছি না। আটা এখনো চাটমোহরে না পৌছায় অনেকে আটা কিনতে এসে ফিরে গেছেন।
 ডিলার খন্দকার আল আমীন জানান, আটার চাহিদা বেশি হওয়া সত্ত্বেও রবিবার কাউকে আটা দিতে পারিনি।অনেকেই না পেয়ে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খাদ্য গুদামে আটা সংরক্ষণ থাকে না। পাবনার মিল থেকে আটা আনতে হচ্ছে। তারা যথা সময়ে সরবরাহ করতে না পারার কারনে  রবিবার আটা বিক্রি করা সম্ভব হয়নি। সোমবার (২৬ জুলাই) থেকে চালের পাশাপাশি আটা ও বিক্রি করা হবে।

প্রিন্ট
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

চাটমোহরে পৌছে নাই  ও.এম.এস এর আটা 

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধি :
করোনা কালীন কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে চাটমোহরে ওপেন মার্কেটিং সিস্টেমে (ও.এম.এস) রবিবার (২৫ জুলাই)
থেকে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও চাটমোহরে পৌছেনি ও.এম.এস এর আটা। শনিবার সন্ধ্যায় পৌর সদরে চাল ও আটা বিক্রির মাইকিং করা হলেও রবিবার আটা না পেয়ে অনেকেই খালি হাতে বাসায় ফিরেছেন।
জানা গেছে মোট ৪ টি স্থানে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এ চারটি বিক্রয় কেন্দ্রে শুধু চাল বিক্রি হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং  প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা নির্ধারণ হয়েছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করবেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
 সুবিধা ভোগী আব্দুল ওয়াহাব  জানান, অপেক্ষাকৃত কম দামে চাল পেয়ে এ দুঃসময়ে তারা উপকৃত হচ্ছেন। তবে আটা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ডিলার মোকতার হোসেন  জানান, আমরা খোলা বাজারে চাল বিক্রিতে খুব একটা সারা পাচ্ছি না। আটা এখনো চাটমোহরে না পৌছায় অনেকে আটা কিনতে এসে ফিরে গেছেন।
 ডিলার খন্দকার আল আমীন জানান, আটার চাহিদা বেশি হওয়া সত্ত্বেও রবিবার কাউকে আটা দিতে পারিনি।অনেকেই না পেয়ে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খাদ্য গুদামে আটা সংরক্ষণ থাকে না। পাবনার মিল থেকে আটা আনতে হচ্ছে। তারা যথা সময়ে সরবরাহ করতে না পারার কারনে  রবিবার আটা বিক্রি করা সম্ভব হয়নি। সোমবার (২৬ জুলাই) থেকে চালের পাশাপাশি আটা ও বিক্রি করা হবে।

প্রিন্ট