আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৩:৪১ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২১, ৩:১৯ পি.এম
চাটমোহরে পৌছে নাই ও.এম.এস এর আটা
থেকে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও চাটমোহরে পৌছেনি ও.এম.এস এর আটা। শনিবার সন্ধ্যায় পৌর সদরে চাল ও আটা বিক্রির মাইকিং করা হলেও রবিবার আটা না পেয়ে অনেকেই খালি হাতে বাসায় ফিরেছেন।
জানা গেছে মোট ৪ টি স্থানে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এ চারটি বিক্রয় কেন্দ্রে শুধু চাল বিক্রি হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা নির্ধারণ হয়েছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করবেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
সুবিধা ভোগী আব্দুল ওয়াহাব জানান, অপেক্ষাকৃত কম দামে চাল পেয়ে এ দুঃসময়ে তারা উপকৃত হচ্ছেন। তবে আটা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ডিলার মোকতার হোসেন জানান, আমরা খোলা বাজারে চাল বিক্রিতে খুব একটা সারা পাচ্ছি না। আটা এখনো চাটমোহরে না পৌছায় অনেকে আটা কিনতে এসে ফিরে গেছেন।
ডিলার খন্দকার আল আমীন জানান, আটার চাহিদা বেশি হওয়া সত্ত্বেও রবিবার কাউকে আটা দিতে পারিনি।অনেকেই না পেয়ে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খাদ্য গুদামে আটা সংরক্ষণ থাকে না। পাবনার মিল থেকে আটা আনতে হচ্ছে। তারা যথা সময়ে সরবরাহ করতে না পারার কারনে রবিবার আটা বিক্রি করা সম্ভব হয়নি। সোমবার (২৬ জুলাই) থেকে চালের পাশাপাশি আটা ও বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha