মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটিতে চীনা হাসপাতাল নির্মাণের দাবিতে (২২ এপ্রিল) সকাল ১০টায় চীনা কবর ও চায়না মাঠ সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন চীনা কবরের পাশে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নলছিটিতে চীনা নাগরিকদের স্মৃতিচিহ্ন রয়েছে, তাই এখানে একটি আধুনিক চীনা হাসপাতাল নির্মাণ সময়ের দাবি। এতে এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও উন্নত হবে এবং চীনা-বাংলাদেশ বন্ধুত্ব আরও দৃঢ় হবে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে হাসপাতাল নির্মাণের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, প্রাচীনকালে চীন দেশের এক নাগরিক ব্যবসায়িক কাজে নলছিটিতে আসেন। সে সময় তিনি অসুস্থ হয়ে মারা যান এবং তাকে চায়না মাঠ সংলগ্ন একটি স্থানে সমাহিত করা হয়, যা এখন ‘চায়না কবর’ নামে পরিচিত। এ ঐতিহাসিক নিদর্শনের স্মৃতি ধরে রাখতে নলছিটিতে চীনা হাসপাতাল নির্মিত হলে দক্ষিণবঙ্গের চিকিৎসা সেবার মান উন্নয়ন সেবা বৃদ্ধি পাবে।
প্রিন্ট