ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে সাজিম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সাজিম হোসেন উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর এলাকায় মেহেদী হোসেনের ছেলে। এলাকায় এখন শোকের মাতম।
–
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর এলাকায় মেহেদী হোসেনের ছেলে সাজিম হোসেনসহ তার বন্ধুরা বুধবার ৯জুলাই বিকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় ।
–
খেলা শেষে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। এলাকাবাসী সাজিম হোসেন কে পুকুর থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
–
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, সাজিম হোসেন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
প্রিন্ট