মানিক কুমার দাসঃ
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সোমবার শহরের অম্বিকা ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.
এতে জেলার ১৫ টি সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিকে অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সংগঠনগুলো অম্বিকা ময়দানে এসে উপস্থিত হয়। এ সময় সংগঠনগুলো পরিবেশনায় নাচে, গানে, অভিনয়ে দর্শকদের মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় দর্শকদের।
.
বিকেল থেকে রাত পর্যন্ত চলে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণের এ অনুষ্ঠান গুলো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিল্পী জানান, এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট, এ ধরনের আয়োজন ও জম্পেশ অনুষ্ঠান এর আগে কখনো সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে হয়নি। প্রতিটি অনুষ্ঠানের সময় সীমা নির্ধারিত ছিল ১০ মিনিট।
.
অংশগ্রহণ কারীরা বলেন এভাবে চলতে থাকলে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গন আরো সমৃদ্ধ হবে। ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাদাত হোসেন তিতু বলেন, আমরা শংকিত ছিলাম বর্ষবরণ অনুষ্ঠানটি করতে পারবো কিনা, সে ক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
.
আমরা বেশ কদিন আগ থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম, সংগঠনগুলোকে নির্ধারিত সময়ে জন্য অনুষ্ঠান তৈরি করা, ড্রেস সাজসজ্জা ও অনুষ্ঠান সিলেকশন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, আর তাই ফরিদপুরের সাংস্কৃতিক কর্মীরা সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে। সময়ের স্বল্পতার কারণে অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্ত করার জন্য দুঃখ প্রকাশ করে, বলেন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আবার অনুষ্ঠান করা হবে বলেও আশ্বাস প্রদান করা হয়।
প্রিন্ট