রাশিদুল ইসলাম রাশেদঃ
লালপুরে ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার টিটিয়া আবেদ মোড় এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ঈশ্বরদী উপজেলার পূর্ব নুর মহল্লার আব্দুল হালিমের ছেলে আশিক (২০), জালাল উদ্দীনের ছেলে লালচান (৩০) ও পাতিলাখালি গ্রামের নান্নু মিয়ার ছেলে হাসান আলী (২৩)।
স্থানীয়রা জানান, চার্জার অটোরিকশাতে করে উপজেলার টিটিয়া গ্রামের নুর আলীর ছেলে রায়হানের ছাগল চুরি করে পালানোর সময় উপজেলার শ্রীরাম গাড়ি এলাকা হতে চুরি যাওয়া ছাগল ও চার্জার রিক্সা আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট