ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নয়ন ইসলাম ও রনি ইসলাম। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিন মোটরসাইকেল আরোহী তাদের কর্মস্থল কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির উদ্দেশে রওনা হন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চার মাইল নামক স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী বাস গড়াই পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি নিহত হন। গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আটক করা যায়নি বাসটিকে।
প্রিন্ট