হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর রাতে বাড়ীতে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। বড় ভাইয়ের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত এনায়েত হোসেন ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিবের তিনটি বিয়ে করেছে এবং তিনটি বৌ চলে গিয়েছে। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে ঘরে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত হতে চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে পুনরায় দু ভাইয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে ছোট একটি ছুরি বড় ভাইয়ে বুকে বসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম সময়ের প্রত্যশাকে জানান, রাত ১ টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান দিয়ে বাড়ীর পাশে একটি পুকুর পাড় থেকে আসামী সাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্দের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামীকে নিয়ে সরোজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
প্রিন্ট