বাদশাহ মিয়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন- ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পরে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে তাদের দোসররা রয়ে গেছে, তারা মানুষকে বিপদে ফেলতে নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আপনারা জেনে রাখেন এ দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না। আওয়ামী লীগের দোসরদের জন্যেই এখন অনেক সাধারন মানুষও নানান ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। এ সময় তিনি আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, গুজব ছড়ানো বন্ধ করুন।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- সতেরো বছর ধরে জিয়াউর রহমানের সৈনিকেরা নানান ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে, এরপর যেখানেই নির্যাতন সেখানে প্রতিরোধ গড়া তোলা হবে। আমরা আর নির্যাতনের স্বীকার হতে চাইনা। তিনি এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন আপনারা আর কোনো গুজব ছড়িয়ে গোপালগঞ্জের মানুষদের বিপদে ফেলবেন না। কারন যে সরকার পালিয়ে যায় সেই সরকার আর রাজনীতির সুযোগ পায়না। আপনাদের কারনে সাধারন মানুষ যারা রয়েছে তারা এখনো বারবার বিপদগ্রহস্ত হচ্ছে।
তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে যারা বিএনপির রাজনীতির সাথে ছিলেন না তাদের আর বিএনপির রাজনীতিতে ফিরে আসা সম্ভব না। আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি গনতান্ত্রিক দেশ ও সরকার গড়ে তুলবো।
এ সময় আরো বক্তব্য রাখেন গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, আব্দুস সালাম খান সভাপতি মুকসুদপুর উপজেলা বিএনপি, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাজু, আবুল বাশার টুলটু, সভাপতি মুকসুদপুর পৌর বিএনপি।
এ সময় ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু।
প্রিন্ট