রাশিদুল ইসলাম রাশেদঃ
পূর্বে ধারণকৃত ভিডিও প্রকাশ করে নাটোরের লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনা সরকার পতনের দীর্ঘ ৭ মাস পর কোন কর্মসূচি পালন করেছে সংগঠনটির লালপুর উপজেলা শাখা।
সম্প্রতি নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ ইসলামের নেতৃত্বে উপজেলার চর জাজিরা এলাকায় একটি স্থানে রাতের অন্ধকারে এ ভিডিও ধারণ করে তারা।
বিষয়টি নিশ্চিত করে সৌরভ ইসলাম জানান, কিছুদিন আগে ভিডিওটি চর জাজিরা এলাকায় ধারণ করা হয়েছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। সরকার ও প্রশাসন যদি ঠিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রয়োজনে তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। ছাত্রলীগ নেতা সৌরভের বাবা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল। তার বাবার ইন্ধনে সে এগুলো করছে। তারা বাড়িতেই থাকে। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “ভিডিওটি আদ্যো লালপুর এলাকার কি না কিংবা কতদিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে যাদের নাম এসেছে তারা এলাকাতে নেই।”
প্রিন্ট