মোঃ ইকবাল হোসেনঃ
প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
.
শনিবার দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমকাল প্রতিনিধি মো. ইকবাল হোসেনের নিজস্ব কার্যালয় থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
.
পত্রিকা বিক্রেতাদের মাঝে পোলা চাল, ডাল, দুই প্রকার সেমাই, চিনি, গুড় দুুধ, পেঁয়াজ, রসুন, আলু ও গরম মসলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
.
পত্রিকা বিক্রেতা নুর ইসলাম ও স্বরজিত মন্ডল জানান, সমকাল প্রতিনিধির পক্ষ থেকে প্রত্যক বছর দুই ঈদে আমাদের জন্য কিছু উপহার দেন। আমাদের কাছে খুব ভালো লাগে।
প্রিন্ট