রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে ঈদ সামগ্রী উপহার পাওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ঈদ যেন হয় আরও রঙিন, সেই লক্ষ্যে আমেরিকা প্রবাসী প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর পক্ষ থেকে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই ঈদ সামগ্রী বিতরণ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মালেক মিন্টুর পিতা আব্দুল লতিব মাস্টার, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, সাংবাদিক ও গবেষক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, ব্যবস্থাপনা কমিটির সদস্য দুলাল উদ্দীনসহ অভিভাবকবৃন্দ।
.
এ সময় শিক্ষার্থীদের ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, সোয়াবিন, আটা, লাচ্চা, মসলা, দুধ, সাবান ও মেহেদি উপহার দেওয়া হয়। আমেরিকা থেকে প্রকৌশলী আব্দুল মালেক মিন্টু জানান, “এই শিশুরাও সমাজের অংশ। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। আমি চেষ্টা করি যতদূর সম্ভব তাদের পাশে দাঁড়াতে।”
.
বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমার মা মারুফা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার মেয়ে প্রতিবন্ধী। তার জন্য ঈদ মানে শুধু দেখা আর বোঝা। কিন্তু এই উপহার পেয়ে ওর মুখে যে হাসি দেখেছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”
বিজয়ের মা ময়না বলেন- ঈদ আসলে এই উপহারের জন্য আমার ছেলে অপেক্ষায় থাকে। সে অনেক খুশি।
প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, এই উদ্যোগ শুধু একদিনের জন্য নয়। বরং সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকে সম্মিলিত প্রয়াসে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা দরকার। সত্যিকার অর্থেই শিশুর হাসির চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। এই হাসি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদ হয়ে উঠুক সবার জন্য আনন্দময়।
প্রিন্ট