এম. এ সালামঃ
গাজীপুর পরিবেশ সাংবাদিক ফোরাম এর আয়োজনে রোববার গাজীপুর মহানগরীর রাজবাড়ি সড়কের একটি রেস্টুরেন্টে ‘রমজানের পবিত্রতা রক্ষায় সাংবাদিক সমাজের ভুমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক শাফিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ সালাম শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান খান বুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের এজিপি অ্যাড. মোঃ লাবীব উদ্দিন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আনোয়ার হোসেন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইফতার মাহফিল উপ-কমিটির আহবায়ক আব্দুল গাফফার, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য মোঃ খোরশেদ আলম
প্রিন্ট